অপেক্ষা...

সেই দিনটি কবে আসবে?
যে দিনটির অপেক্ষা হয়ে আছে ছায়াসঙ্গী।

নির্জন বাগানের মধ্যে একটি চেয়ার-একটি টেবিল।
টেবিলে রাখা কফির মগ থেকে উঠছে সুগন্ধ ধোঁয়া।
সাদা পাতার উপর সুদৃশ্য কলম।
কোথাও থেকে আসছে প্রকৃতির মৃদু ছন্দ।

মাথায় গিজগিজ করা শব্দগুলো,
নির্ভাবনায় কাগজে দাগ কেটে চলেছে,
আমি ভারমুক্ত হচ্ছি। হচ্ছি ক্ষোভ মুক্ত।
প্রকৃতির ক্ষোভ। হৃদয়ের ক্ষোভ। প্রিয়তমার ক্ষোভ।

চিন্তাগুলো গভীর হচ্ছে। অনেক গভীর।
সব উগলে পড়ছে সাদা পাতায়।
আমি চিন্তা মগ্ন হচ্ছি। মগজ শীতল হচ্ছে না।

কষ্টের ঋণ শোধ হয়েছে না, সুদে-আসলে।
 ঋণযুক্ত জীবন দুখের হাতছানি দিয়ে ডাকছে।

শরীর নিস্তেজ হচ্ছে ধীরে ধীরে।
শেষ চেতনায় শুধু তোমায় ভালবাসার  ছন্দ...

মন্তব্যসমূহ